সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে ''লেখার লড়াই'’

সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে ''লেখার লড়াই'’

সাহিত্যচর্চা ও মুক্তচিন্তার বিকাশে লেখালেখির ভূমিকা অনস্বীকার্য। আর লেখার অভ্যাস গড়ে তুলতে বই পড়ার ওপর গুরুত্ব দিলেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত নাট্যকার, চিত্রনাট্যকার ও নির্দেশক সাধনা আহমেদ। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মিডিয়া ক্লাব আয়োজিত ''লেখার লড়াই'’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সৃজনশীল কাজের মধ্য দিয়ে নিজের প্রতিভা বিকাশের ওপর জোর দেন লেখিকা সাধনা আহমেদ। বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, থেসপিয়ান ফেরদৌসী মজুমদার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
লেখার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ভালো বই কিংবা খারাপ বই বাছাই না করে সব ধরণের বই পড়ার ওপর জোর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান আব্দুস সেলিম। শিক্ষার্থীদের সৃজনশীল লেখা বাড়ানোর ওপর জোর দেন দিনি। ভালো লেখকদের বই পড়তে শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ।
লেখার লড়াই প্রতিযেগিতায় ছোটগল্প, কবিতা, ৫০ শব্দের গল্প এবং ফিচার এই ৪ ক্যাটাগরিতে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের নাম ঘোষণা করেন মিডিয়া ক্লাব মড়ারেটর এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক হাসিনুস সাবাহ্ । অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি সাধনা আহমদকে উত্তরীয় পরিয়ে দেন উপাচার্য ড. পারভীন হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনিকা আফরোজ বানী। অনুষ্ঠানে আবৃত্তি, নাচ ও গান পরিবেশনায় অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।