"সেল্ফ-এমপাওয়ারমেন্ট এন্ড ফিউচার ভিশন" বিষয়ক ট্রেইনিং

"সেল্ফ-এমপাওয়ারমেন্ট এন্ড ফিউচার ভিশন" বিষয়ক ট্রেইনিং

১৬ মে, ২০১৯ তারিখে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট, সোশিওলজি এন্ড জেন্ডার ক্লাব " Self Empowerment and Future Vision” বিষয়ক ট্রেনিং আয়োজন করে । প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান, জেন্ডার এক্টিভিস্ট, এনগেজ মেন এন্ড বয়েজ নেটওয়ার্ক অফ বাংলাদেশ । কর্মশালায় সমাজ ও রাষ্ট্রের উন্নতির জন্য নারীর ক্ষমতায়নের উপর জোর দেন তিনি । একই সাথে ক্ষমতায়নের জন্য নারীর মানসিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি পুরুষের মানসিক অবস্থার পরিবর্তনের উপরও জোর দেন । কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সোশিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. মালেকা বেগম এবং সমাপনী বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান । অংশগ্রহণমূলক এই কর্মশালায় উপস্থিত ছিলেন ট্রেজারার ড. এম. মোফাখ্খারুল ইসলাম, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ এবং বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক ও শিক্ষার্থীরা ।

ফটো: আমেনা খাতুন প্রণামী, জেএমএস ডিপার্টমেন্ট