তুমি রবে নিরবে- সিমীন মাহমুদ

তুমি রবে নিরবে- সিমীন মাহমুদ

দেশের প্রখ্যাত গবেষক, নারী অধিকার ও নারী ক্ষমতায়নের অন্যতম পুরধা সিমীন মাহমুদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে স্মরণসভার অায়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা তাঁর বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করেন। এ ছাড়া সিমীন মাহমুদের কর্মময় জীবনের উপর তাঁর পরিবার, সহকর্মী এবং দীপ্ত টেলিভিশনের সহয়তায় একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পবিত্র গন্থ থেকে পাঠ করার মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। একে একে সিমীন মাহমুদের স্মৃতিচারণ করেন, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, নাজমুল হুদা, প্রতিমা পাল মজুমদার, খুশি কবির,বহুদিনের সহকর্মী সামিয়া অাফরিন, নুরুল অালম, ড. অাহমেদ কামালসহ সিমীন মাহমুদের ঘনিষ্ঠ অাত্নীয় ও সহকর্মীবৃন্দ। সিমীন মাহমুদের স্মরণে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ঘোষাণা দেন তাঁর বড় ভাই নাজমুল হুদা। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান বলেন, ছাত্রীদের গবেষণার জন্য রিসার্চ সেন্টার খুলতে চেয়েছিলেন সিমীন মাহমুদ। তিনি ছিলেন বিনয়ী, নম্র এবং বন্ধুবৎসল। স্মৃতিচারণের পাশাপাশি রবীন্দ্র সংগীত ও হামদ শোনানো হয়। অাছে দুঃখ অাছে মৃত্যুর এই গান ও মোনাজাতের মধ্য দিয়ে স্মরণসভা শেষ হয়।