সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন উদযাপিত
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন উদযাপিত
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির আচার্যের মনোনীত প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ৬৮৪ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, যার মধ্যে ২৯ জন পেয়েছেন ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড। ভ্যালেডিকটোরিয়ান হিসেবে বক্তব্য দেন সিএসই বিভাগের সাদিয়া আফরীন নীলা। এছাড়াও সাংস্কৃতিক আয়োজন মাতিয়ে তোলেন কনা ও ইমরান।