||সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন||

||সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন||

চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালন করলো সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়নে " গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল" চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে দিবসটি পালনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড মুভি ক্লাব।
আয়োজনে উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ, উপাচার্য ড. পারভীন হাসান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এবারের আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ এর প্রতিপাদ্য ‘সমতা ও উন্নয়নে নারীর জন্য বিনিয়োগ’ কে সামনে রেখে মেয়েদের অগ্রগতিতে অবদান রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মেয়েদের স্বপ্ন দেখার উপর জোর দেন তিনি।
চলচ্চিত্র প্রদর্শনীর শেষে আলোচনায় ''গুঞ্জন সাক্সেনা'র মতো অনুপ্রেরণামূলক সিনেমা বেশি করে দেখার উপর জোর দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক জনাব সজীব সরকার। নারী স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই বলে জানান একই বিভাগের প্রভাষক এবং ক্লাব মডারেটর হাসিনুস সাবাহ্।
সব শেষে অধিকার আদায়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনিকা আফরোজ বানী এবং মাহবুবা আক্তার। এই ধরনের চলচ্চিত্র প্রদর্শনী তাদেরকে আরো অনু্প্রানিত করবে বলে জানায় ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী তোরা মনি মাসতুরা।