বসন্ত বরণ-২০২৪

বসন্ত বরণ-২০২৪

বর্ণিল আয়োজনে বসন্তকে বরণ করে নিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় আনন্দ-উৎসব।
নাচ আর গানে দিনভর ক্যাম্পাস মাতিয়ে রাখে শিক্ষার্থীরা। বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। এ আনন্দ আয়োজন শিক্ষার্থীদের সাথে উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারিরা। অনেক শিক্ষার্থীর অভিভাবকও যোগ দেন এ উৎসবে।
ঋতুরাজ বসন্তের আয়োজনে নাচ আর গানের পাশাপাশি ছিল রসনাবিলাসের রাজকীয় আয়োজন। নানা রকমের পিঠা, মিষ্টান্ন আর ঝাল খাবারের তো ছিলই, বাদ যায়নি খুদের ভাত, খিচুড়ি, ভর্তা, পোলাও কিংবা শরবত। নানান ধরনের কারুকার্য, হাতের কাজের নানা ধরনের জিনিসের পসরা বসিয়ে বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রচেষ্টা ছিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ, সিএসই, ইংলিশ এবং বিবিএ বিভাগের শিক্ষার্থীদের। এ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কালচার ক্লাব।