সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীন বরণ -২০২৪

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীন বরণ -২০২৪

বিশেষ আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্প্রিং-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখিকা আশা মেহরিন আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান, রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ, বিভিন্ন বিভাগের চেয়ারপরসন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মুক্তচিন্তার পরিসর বাড়ানোর উপর জোর দেন প্রধান অতিথি দ্য ডেইলি স্টারের যুগ্ম সম্পাদক আশা মেহরিন আমিন। শিক্ষার্থীদের স্বাবলম্বী হয়ে ওঠার উপর জোর দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান। বিশ্ববিদ্যালয়ের নানা সুযোগ সুবিধা তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যমন্ডিত ভবিষ্যতের জন্য শুভকামনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান।
অনুষ্ঠানে নানা সুযোগ সুবিধা এবং বিভাগের পরিচিতি তুলে ধরেন ইংলিশ ল্যাঙ্গয়েজ এন্ড লিটারেচার বিভাগের প্রধান জনাব আব্দুস সেলিম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান জনাব হাসান সিরাজী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোছা. শাহনাজ পারভীন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন জনাব সজীব সরকার এবং স্যোশিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ফজিলা বানু লিলি।
নতুনদের অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথিকে উত্তরীয় ও বিশ্ববিদ্যালয়েের স্মারক উপহার দেন উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কালচার ক্লাব।