সাজিদা ফাউন্ডেশন আয়োজিত-বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রদের জন্য বৃত্তি প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান

সাজিদা ফাউন্ডেশন আয়োজিত-বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রদের জন্য বৃত্তি প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান

গতকাল ৩১ জুলাই ২০২৩ তারিখে ছিল সাজিদা ফাউন্ডেশন আয়োজিত তাদের বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রদের জন্য বৃত্তি প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। সাজিদা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান কর্মসূচির অন্যতম প্রধান অংশীদার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। চলতি বছর এ বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ও জেন্ডার স্টাডিজ বিভাগের চার জন ছাত্র এ কর্মসূচির আওতায় সৈয়দ হুমায়ুন কবির বৃত্তি লাভ করে।
ব্র্যাক ইনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলাটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড: পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ এবং বিভাগীয় প্রধান ড: ফজিলা বানু লিলি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের প্যানেল আলোচনায় ড: পারভীন হাসান আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।