বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এর স্মরণে শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" বইটির বিষয়ে রচনা প্রতিযোগিতার ফলাফল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এর স্মরণে শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" বইটির বিষয়ে রচনা প্রতিযোগিতার ফলাফল

১৫ ই অগাস্ট,২০২০ , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এর নির্মম হত্যাকান্ড ঘটে যাওয়ার শোকাবহ দিন ছিল। " সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি " - এর " সোসিওলজি এন্ড জেন্ডার স্টাডিস ডিপার্টমেন্ট " - এর উদ্যোগে বঙ্গবন্ধু কে স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত " অসমাপ্ত আত্মজীবনী " ( প্রকাশক ইউপিএল, ঢাকা ) - বইটি পাঠ ও এ বিষয়ে ৩০০ শব্দের একটি প্রবন্ধ লেখার জন্য "সোসিওলজি এন্ড জেন্ডার স্টাডিস ডিপার্টমেন্ট" - এর শিক্ষার্থী দের মধ্যে প্রতিযোগিতা আহ্বান করে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
লেখা পাঠাবার শেষ তারিখ ছিল অগাস্ট মাসের ৩০ তারিখ। শিক্ষার্থীরা ৩০ তারিখ এর মধ্যেই তাদের লিখিত রচনা পাঠিয়েছিল।

উক্ত প্রতিযোগিতার বিচারক মন্ডলী ছিলেন বিভাগীয় শিক্ষকবৃন্দ :

১.জোবায়রা বিশ্বাস ; সিনিয়র লেকচারার।
২.প্রতিমা পাল ; সিনিয়র লেকচারার।
৩.সুমাইয়া আক্তার ,লেকচারার।
৪.নাজনীন সুলতানা ,লেকচারার।

উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিচারকমন্ডলী দ্বারা নির্বাচিত প্রথম ,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের তালিকা :

প্রথম : ১. ফারহানা আক্তার সুইটি, ID No: 2019-1-14-015
২. আদিবা তাসনুভা হোসেন, ID No: 2020-1-14-012
দ্বিতীয় : ১.তামান্না আক্তার সাথী, ID No: 2019-3-14-001
তৃতীয় : ১. মুমতাহিনা জামান, ID No: 2020-1-14-004

পুরস্কার হিসেবে প্রতিযোগীদের নিম্নলিখিত বই সমূহ দেয়া হয়েছে :
প্রথম পুরস্কার : " মুক্তিযুদ্ধে নারী " ,লেখক : মালেকা বেগম।
দ্বিতীয় পুরস্কার : " রোকেয়া সাখাওয়াত হোসেন ",লেখক : মালেকা বেগম।
তৃতীয় পুরস্কার : " সুফিয়া কামাল ",লেখক : মালেকা বেগম।