সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়

৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বেলা ১১ টায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা -কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহন করেন। সারাদেশে চলমান ধর্ষণ যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন অংশগ্রহনকারীরা। 'এই হোক অঙ্গীকার- ধর্ষণ যৌন নিপীড়ন নয় আর',তোল হুংকার মোছ ভয়, ধর্ষণ -হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে' এমনি শ্লোগানের প্ল্যাকার্ড হাতে অংশগ্রহনকারীরা ক্যাম্পাসের সামনে প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন। আয়োজকরা সায়মা, আয়েশা, নুসরাত, রূপা, শাহীনুরসহ ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হওয়া বেশ কয়েকজনের ছবিতে বিচারের দাবি যোগ করে প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।মানববন্ধনের শুরুতে বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.পারভিন হাসান, সোশিওলজী এন্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারপার্সন অধ্যাপক মালেকা বেগম, ফটোসাংবাদিক তাসলিমা আখ্তার,ইংলিশ এন্ড মডার্ন ল্যাংঙ্গুয়েজ ডিপার্টমেন্টের অধ্যাপক আবদুস সেলিম, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরর চেয়ারপার্সন শাহনাজ পারভিন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারপার্সন অধ্যাপক সজীব সরকার,ব্যাচেলর অফ বিজনেস আ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের চেয়ারপার্সন অধ্যাপক মিঃ হাসান সিরাজী ,আইন বিভাগের চেয়ারপার্সন ব্যারিস্টার আফরিন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান, ট্রেজারার অধ্যাপক এম মোফাখখারুল ইসলাম,রেজিস্টার ইলিয়াস আহমেদ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, সারা দেশে নারী-শিশু-বৃদ্ধা-প্রতিবন্ধী -ক্ষুদ্রনৃগোষ্ঠীর কেউ ই নিরাপদ নেই।পুরুষতান্ত্রিক সংস্কৃতি যা নারীকে অবমাননা করে, অসন্মান করে কিংবা নারী শরীরকে যৌন বস্তুতে পরিনত করে, সেই সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হবার সময় এসেছে।এছাড়াও বক্তারা ধর্ষণ যৌন নিপীড়নের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করার আহবান জানান সবাইকে।